Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

১। পুরাতন ব্রহ্মপুত্র বহুমুখী প্রকল্পঃ

            প্রকল্পটি ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর উপজেলায় অবস্থিত। প্রকল্পটির আওতায় ০৩ টি কলোনী নির্মাণ করা হয়, যা বর্তমানে বিভাগীয় অফিস, আবাসিক কলোনী ও আই বি ভবন হিসাবে ব্যবহৃত হচ্ছে  (মোট ১৭ টি দালান)। প্রকল্প বাস্তবায়নকাল  ১৯৬৮ইং হতে ১৯৬৯। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয় ৬৮০.৪৩ লক্ষ টাকা। প্রকল্পটি অসমাপ্ত অবস্থায় পরিত্যক্ত হয়। এই প্রকল্পের আওতায় নির্মিত দালানসমূহ বর্তমানে এই জেলার বিভিন্ন কাজের প্রশাসনিক ভবন হিসাবে ব্যবহৃত হচ্ছে।

২। ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পঃ

            প্রকল্পটি ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর উপজেলায় অবস্থিত। প্রকল্পের আওতায় ০২ টি গ্রোয়েন, ০২ টি স্পার ও ২০০ টি পারকোপাইন নির্মাণ করা হয়। প্রকল্প বাস্তবায়নকাল  ১৯৭৮ হতে ১৯৭৯ ইং। প্রকল্প নির্মাণে ব্যয় করা হয় ২৮৩.৮৮ লক্ষ টাকা। নদীর তীর সংরক্ষণই প্রকল্পটির মূল উদ্দেশ্য। প্রকল্প বাস্তবায়নের ফলে নদীর উভয় তীরে অনেক স্থাপনা নদী ভাংগনের কবল থেকে রক্ষা পেয়েছে।

৩। শীলা নদী উপ-প্রকল্পঃ

            প্রকল্পটি ময়মনিসংহ জেলার গফরগাঁও উপজেলায় অবস্থিত। প্রকল্পের মূল উদ্দেশ্য  ৯৬১৯ হেক্টর এলাকার বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন । প্রকল্প ব্যয় ৭১১.৩৫ লক্ষ টাকা। প্রকল্প বাস্তবায়নকাল  ১৯৮৬ হতে ১৯৯৪ ইং পর্যন্ত । প্রকল্পটি বাস্তবায়নের ফলে বছরে অতিরিক্ত ৯০,৫০০ মেট্রিক টন অতিরিক্ত খাদ্য শষ্য উৎপন্ন হচ্ছে । বর্তমানে প্রকল্পটিতে বিভিন্ন কারিগরী ও সামাজিক সমস্যা বিদ্যমান যা পুনর্বাসন করা হলে প্রকল্পের কার্যকারিতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

৪। আপার শীলা উপ-প্রকল্পঃ

            প্রকল্পটি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় অবস্থিত । প্রকল্পের মূল উদ্দেশ্য হল  ৬৭৭০ হেক্টর এলাকার বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন । প্রকল্প ব্যয় ৭৩৫.৪০ লক্ষ টাকা । প্রকল্প বাস্তবায়নকাল ১৯৮৬ হতে ১৯৯৪ ইং পর্যন্ত । প্রকল্পটি বাস্তবায়নের ফলে বছরে অতিরিক্ত আনুমানিক ৬৫০০০ মেট্রিক টন অতিরিক্ত খাদ্য শষ্য উৎপন্ন হচ্চে । বর্তমানে প্রকল্পটিতে বিভিন্ন কারিগরী ও সামাজিক সমস্য বিদ্যমান যা পুনর্বাসন করা হলে প্রকল্পের কার্যকারিতা অনেকাংশে বৃদ্ধি  পেয়েছে।

৫। কোনাপাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ প্রকল্পঃ

            প্রকল্পটি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় অবস্থিত । প্রকল্পের মূল উদ্দেশ্য নিতাই নদীর বন্যা হতে ৩১১৬.০০ হেক্টর এলাকার ফসলাদি রক্ষা করা । প্রকল্পের আওতায় ২২.০০ কিঃমিঃ বন্যা নিয়ন্ত্রন বাঁধ ও ২৭ টি সেচ আউটলেট নির্মাণ করা হয়েছে । প্রকল্প বাস্তবায়নকাল ১৯৯০ইং হতে ১৯৮৪ ইং পর্যন্ত । প্রকল্প ৯.৭০ লক্ষ টাকা ।

৬। বানিয়ার খাল উপ-প্রকল্পঃ

            প্রকল্পটি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত । প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ১৫৪২ হেক্টর এলাকার বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন । প্রকল্পের আওতায় ০১ টি  ভেন্ট রেগুলেটর ও ৬.০০ কিঃমিঃ বন্যা নির্মাণ করা হয়েছে । প্রকল্প বাস্তবায়নকাল ১৯৯০ইং হতে ১৯৯১ইং পর্যন্ত। প্রকল্প ব্যয় ৪৫.৯০ লক্ষ টাকা।

৭। সুক্তাজুরী পাইলট প্রকল্পঃ

            প্রকল্পটি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় অবস্থিত । প্রকল্পের মূল উদ্দেশ্য হলো নীট ২৯৫০ হেক্টর এলাকার বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন । প্রকল্পের আওতায় ০৪ টি রেগুলেটর ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হয়েছে । প্রকল্প বাস্তবায়নকাল ১৯৮৬ ইং হতে ১৯৯২ইং পর্যন্ত । প্রকল্প ব্যয় ১৭৮.০৬ লক্ষ টাকা । প্রকল্পটি বাস্তবায়নের ফলে বছরে অতিরিক্ত ৩০,০০০ মেট্রিক টন খাদ্যশষ্য উৎপন্ন হচ্ছে ।

৮। উজানপাড়া-কোমড়ভাংগা উপ-প্রকল্পঃ

            প্রকল্পটি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় অবস্থিত। প্রকল্পের মূল উদ্দেশ্য হইল ১৫৫৬ হেক্টর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন। প্রকল্পের আওতায় ০১ টি রেগুলেটর  (৩-ভেন্ট), বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হইয়াছে। প্রকল্প বাস্তবায়নকাল ১৯৯০ইং হইতে ১৯৯২ইং পর্যন্ত। প্রকল্প ব্যয় ৪৮.১৫ লক্ষ টাকা। প্রকল্পটি বাস্তবায়নের ফলে বৎসরে অতিরিক্ত ১৫,০০০ মেট্রিক টন খাদ্যশষ্য উৎপন্ন হচ্ছে।

৯। শম্ভুগঞ্জ বন্য নিয়ন্ত্রণ বাঁধ প্রকল্পঃ

            প্রকল্পটি ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর উপজেলায় অবস্থিত। প্রকল্পের মূল উদ্দেশ্য হইল ময়মনসিংহ শহরের পার্শ দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদীর বামতীরে গ্রুস ৬৭৭০ হেক্টর এলাকার বন্য নিয়ন্ত্রণ। প্রকল্পের আওতায় ৫.০২৫ কিঃমিঃ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নকাল ১৯৭৭ইং হইতে ১৯৭৮ইং পর্যন্ত। প্রকল্প ব্যয় ৪২.৮৪ লক্ষ টাকা।

১০। দুবলাকুড়ি কাটাখাল উপ-প্রকল্পঃ

            প্রকল্পটি ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর উপজেলায় অবস্থিত। প্রকল্পের মূল উদ্দেশ্য হইল গ্রুস ১১১৪১ হেক্টর এলাকার বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন। প্রকল্পের আওতায় ৩ টি ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার ও ৮ কিঃমিঃ খাল পুনঃখনন করা হইয়াছে। প্রকল্প বাস্তবায়নকাল ১৯৭৯ইং হইতে ১৯৮৫ইং পর্যন্ত। প্রকল্প ব্যয় ৬৮.৮৫ লক্ষ টাকা। প্রকল্পটি বাস্তবায়নের ফলে আনুমানিক ৯০,০০০ মেট্রিক টন খাদ্যশষ্য উৎপন্ন হচ্ছে।

১১। লাইথী নদী উপ-প্রকল্পঃ

            প্রকল্পটি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় অবস্থিত। প্রকল্পের আওতায় ০১ টি রেগুলেটর (৬-ভেন্ট), ০১ টি কন্ট্রোল রিটেনশন স্ট্রাকচার (৬-ভেন্ট) ও ১১.৯০ কিঃমিঃ নদী পুনঃখনন কাজ বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নকাল ১৯৮৯ইং হইতে ১৯৯০ইং পর্যন্ত। প্রকল্প ব্যয় ১০১.৫৬ লক্ষ টাকা। প্রকল্পটি বাস্তবায়নের ফলে বৎসরে অতিরিক্ত ১২,০০০ মেট্রিক টন খাদ্যশষ্য উৎপন্ন হচ্ছে।

১২। ক্ষিরু নদী উপ-প্রকল্পঃ

            প্রকল্পটি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় অবস্থিত। প্রকল্পের মূল উদ্দেশ্য হইল ক্ষিরু নদীর বন্যা হইতে ৩০৪০ হেক্টর এলাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়ন। প্রকল্পের আওতায় ০৩ টি রেগুলেটর, ১২.০০ কিঃমিঃ খাল পুনঃখনন কাজ বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পের বাস্তাবায়নকাল ১৯৮৮ইং হইতে ১৯৯২ইং পর্যন্ত। প্রকল্প ব্যয় ২৯১.০০ লক্ষ টাকা। প্রকল্পটি বাস্তবায়নের ফলে বৎসরে অতিরিক্ত আনুমানিক ৩০,০০০ মেট্রিক টন খাদ্যশষ্য উৎপন্ন হচ্ছে।

১৩। বোকাবিল উপ-প্রকল্পঃ

            প্রকল্পটি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় অবস্থিত। প্রকল্পের মূল উদ্দেশ্য হইল গ্রুস ১৮৯৩ হেক্টর বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন। প্রকল্পের আওতায় ০১ টি ৪-ভেন্ট রেগুলেটর, ৫.৯৩ কিঃমিঃ বাঁধ নির্মাণ ও ০.৬০ কিঃমিঃ খাল পুনঃখনন কাজ বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পের বাস্তবায়নকাল ১৯৯৪ইং হইতে ১৯৯৫ইং পর্যন্ত। প্রকল্প ব্যয় ৭৮.৫৮ লক্ষ টাকা। প্রকল্পটি বাস্তবায়নের ফলে বৎসরে অতিরিক্ত আনুমানিক ১৫,০০০ মেট্রিক টন খাদ্যশষ্য উৎপন্ন হচ্ছে।

১৪। উত্তর ময়মনসিংহ গভীর নলকূপ প্রকল্পঃ

            প্রকল্পটি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় অবস্থিত। প্রকল্পের মূল উদ্দেশ্য হইল গ্রুস ১২০ হেক্টর এলাকায় সেচ প্রদান। প্রকল্পের আওতায় ০২ টি গভীর নলকূপ এবং ১০১০ মিটার ড্রেন নির্মাণ করা হয়। প্রকল্পের বাস্তবায়ন কাল ১৯৬৯ইং। প্রকল্প ব্যয় ৩.৯৮ লক্ষ টাকা। প্রকল্পটি বাস্তবায়নের ফলে সেচ সুবিধা প্রদান করা হচ্ছে।

 

১৫। গ্যারামারা স্লুইচ প্রকল্পঃ

            প্রকল্পটি ময়মনসিংহ জেলার সদর উপজেলায় অবস্থিত। প্রকল্পের মূল উদ্দেশ্য হইল ৮১৩ হেক্টর এলাকার বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন। প্রকল্পের ০১ টি ২-ভেন্ট স্লুইচ ও ৬.০০ কিঃমিঃ খাল পুনঃখনন করা হয়। প্রকল্প বাস্তবায়নকাল ১৯৫৭ইং হইতে ১৯৫৯ইং পর্যন্ত। প্রকল্প ব্যয় ৩.৯৮ লক্ষ টাকা। প্রকল্পটি বাস্তবায়নের ফলে সেচ সুবিধা প্রদান করা হচ্ছে।

১৬। ময়মনসিংহ শহর সংরক্ষণ প্রকল্পঃ

            প্রকল্পটি ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর উপজেলায় অবস্থিত। ব্রহ্মপুত্র নদের ভাংগন হইতে শহরকে সংরক্ষনের জন্য এই প্রকল্প বাস্তবায়িত হয়। প্রকল্পের আওতায় ৪৭০ মিটার তীর সংরক্ষণ কাজ ও ৫ টি অস্থায়ী স্পার নির্মাণ করা হয়। প্রকল্প বাস্তবায়নকাল ১৯৯৮ইং হইতে ২০০০ইং পর্যন্ত। প্রকল্প ব্যয় ৩৭০ লক্ষ টাকা। প্রকল্প বাস্তবায়নের ফলে নদী ভাংগনের কবল হইতে বহু মূল্যবান স্থাপনা রক্ষা পেয়েছে।

১৭। ময়মনসিংহ শহর ও নদী তীর সংরক্ষণ প্রকল্প (সংশোধিত)ঃ

            পুরাতন ব্রহ্মপুত্র নদের বাম ও ডান তীরের অব্যাহত ভাঙগন হতে রক্ষাকল্পে ময়মনসিংহ শহর সংরক্ষণ প্রকল্পটি বাস্তবায়নের জন্য গৃহীত হয়। প্রকল্পটি ২০০০-০১ হইতে বাস্তবায়ন আরম্ভ হয় এবং ২০০৫-০৬ সালে সমাপ্ত হয়। প্রকল্পের ব্যয় ২৪৩১.৬৬ লক্ষ টাকা। প্রকল্পের প্রধান অবকাঠামো সমূহ যেমন ২৩.৭৫ কিঃমিঃ  বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ ২৩৮০ মিটার প্রতিরক্ষা কাজ, মাটি ভরাট কাজ, ক্রস ড্যাম-২ টি, রেগুলেটর ৩ টি, ৮ কিঃমিঃ খাল পুনঃখনন ও অন্যান্য কাজ বাস্তবায়ন সমাপ্ত হয়েছে। প্রকল্প বাস্তবায়নের ফলে ময়মনিসংহ শহর নদীর ভাংগন রক্ষা পেয়েছে এবং ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী ইউনিয়গুলো বন্যার কবল হইতে রক্ষা পেয়েছে। ইহাতে ৫৯২৫ হেক্টর (নীট) এলাকার ফসলাদি রক্ষা করা সম্ভব হয়েছে।

১৮। কংশ নদীর ভাংগন হইতে গোয়াতলা বাজার সংরক্ষণ প্রকল্পঃ

            গোয়াতলা বাজার সংরক্ষণের জন্য ১১৩.০০ লক্ষ টাকার প্রকল্প ব্যয়ে ২০০০-২০০১ হইতে ২০০৩-২০০৪ সাল পর্যন্ত ২১৪ মিটার তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্প হইতে পরিপূর্ণ সুবিধা পাওয়া যাচ্ছে।

১৯। কংশ নদীর ভাংগন হইতে সাকুয়াই বাজার সংরক্ষণ প্রকল্পঃ

            সাকুয়াই বাজার সংরক্ষণের জন্য ১২৫.৫৬ লক্ষ টাকার প্রকল্প ব্যয়ে ২০০০-২০০১ হইতে ২০০৩-২০০৪ সাল পর্যন্ত ২০০ মিটার তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হইয়াছে। প্রকল্প হইতে পরিপূর্ণ সুবিধা পাওয়া যাচ্ছে।

২০। নিতাই নদীর ভাংগন হইতে ঘোষগাঁও বাজার সংরক্ষণ প্রকল্পঃ

            ঘোষগাঁও বিওপি বাজার সংরক্ষণের জন্য ১৫০.০০ লক্ষ টাকার প্রকল্প ব্যয়ে ২০০০-২০০১ হইতে ২০০৩-২০০৪ সাল পর্যন্ত ২১৪ মিটার তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হইয়াছে। প্রকল্প হইতে পরিপূর্ণ সুবিধা পাওয়া যাচ্ছে।