Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সম্প্রতি কর্মকান্ড
  1. ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী খাল, জলাশয় পুনঃখনন প্রকল্প (১ম পর্যায়)ঃ প্রকল্পটির বাস্তবায়নকাল নভেম্বর, ২০১৮ খ্রিঃ হতে জুন ২০২৩ খ্রিঃ পর্যন্ত। প্রকল্পের আওতায় মোট ৭৮.৭৭ কোটি টাকা ব্যয়ে ১৮৬ কিঃমিঃ খাল পুনৎখনন করা হচ্ছে। সারা দেশব্যাপী পরিব্যাপ্তি আছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তথা পানি সম্পদ মন্ত্রণালয়ের ইহা একটি বিশেষ ধরনের প্রকল্প। সচিব, পানি সম্পদ মন্ত্রণালয় মহোদয়ের ঐকান্তিক চেষ্টায় ও মহাপরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং “জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটি”এর সম্মানিত  উপদেষ্টা (মাননীয় স্থানীয় সংসদ সদস্য), সভাপতি (জেলা প্রশাসক) ও অন্যান্য সদস্যগণের সহযোগিতায় আলোচ্য প্রকল্পটি প্রণয়ন করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, একনেক সভার সম্মানিত সদস্যবৃন্দ ও মাননীয় প্রধানমন্ত্রীর সদয় সম্মতি/সানুগ্রহে আলোচ্য প্রকল্পটি অনুমোদিত হয়েছে। বাংলাদেশের তথা পানি সম্পদ খাতে উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং  “বাংলাদেশ ডেল্টা প্ল্যান- ২১০০” এর রূপকল্প: “নিরাপদ, জলবায়ু পরিবর্তনে অভিঘাতসহিষ্ণু সমৃদ্ধশালী ব-দ্বীপ গড়ে তোলা” এবং অভিলক্ষ্যঃ  “দৃঢ়, সমন্বিত ও সময়ের সাথে পরিবর্তনশীল কার্যকরী কৌশল অবলম্বন এবং পানি সম্পদ ব্যবস্থাপনায় ন্যায়সঙ্গত সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দীর্ঘমেয়াদে পানি ও খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত এবং অন্যান্য ব-দ্বীপ সংক্রান্ত সমস্যা মোকাবেলা করা” এর জন্য প্রথম প্রকল্প হিসেবে গত ২৬-১২-২০১৮ খ্রিঃ তারিখে সারাদেশের ৬৪টি জেলায় আলোচ্য প্রকল্পের কাজের শুভ সূচনা করা হয়েছে। তারই অংশ হিসাবে গত ২৬-১২-২০১৮ খ্রিঃ তারিখে গৌরীপুর উপজেলার সূর্যডোবা খাল এবং ফুলপুর উপজেলার চরালডাঙ্গা খালের খনন কাজের শুভ সূচনা করা হয়। প্রকল্পটির আওতায় ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার মধ্যে ১১টি উপজেলায় ২১টি খাল/ছোট নদী পুনঃখনন কার্যক্রমের (মোট ২১টি প্যাকেজে) মোট দৈর্ঘ্য ১৮৬ কিমি। মোট ২১ টি প্যাকেজেরই দরপত্র আহ্বান ও চুড়ান্তকরন করা হয়েছে এবং খনন কার্যক্রম সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এগিয়ে চলছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭০%।
  2. মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিশ্রুত ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলাধীন চর আলগী ইউনিয়ন রক্ষার্থে ব্রক্ষপুত্র নদের বামতীরে বেড়ী বাঁধ নির্মাণঃ প্রকল্পটির বাস্তবায়নকাল জানুয়ারী, ২০১৯ খ্রিঃ হতে জুন, ২০২২ খ্রিঃ । মোট ৫০.০৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িতব্য প্রকল্পটিতে ২২.০০ কিঃমিঃ নতুন বেড়ী বাধঁ, ৪টি ৩- ভেন্ট রেগুলেটর নির্মান এবং ২৮.০০ কিঃমিঃ খাল পুনঃ খনন কাজ অন্তর্ভূক্ত আছে।
  3. জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার অন্তর্গত নান্দাইল পৌর এলাকার নরসুন্দা নদীর বামতীরে চারাণীপাড়া দরগা হতে আচারগাঁও ব্রীজ পর্যন্ত তীর সংরক্ষণ শীর্ষক প্রকল্পে কাজঃ প্রকল্পটির বাস্তবায়নকাল ডিসেম্বর, ২০১৭ খ্রিঃ হতে  জুন, ২০২২খ্রিঃ পর্যন্ত। প্রকল্পটির মাধ্যমে মোট ৩২১.০০ মিটার নদী তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হবে।