Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্প

 

 সার্বিক কার্যক্রম :

ক। সম্পাদিত কার্যক্রম :

১। পূরাতন ব্রহ্মপুত্র বহুমুখী প্রকল্প:

প্রকল্পটি ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর উপজেলায় অবস্থিত। প্রকল্পটির আওতায় ০৩ টি কলোনী নির্মাণ করা হয় যা বর্তমানে বিভাগীয় অফিস, আবাসিক কলোনী ও আইবি হিসেবে ব্যবহৃত হচ্ছে (মোট ১৭ টি দালান)। প্রকল্প বাস্তবায়ন কাল ১৯৬৮ হতে ১৯৬৯ খ্রিঃ পর্যন্ত।

। শীলা নদী উপ-প্রকল্প:

প্রকল্পটি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় অবস্থিত। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ৯৬১৯ হেক্টর এলাকার বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন। প্রকল্প বাস্তবায়ন কাল ১৯৮৬ হতে ১৯৯৪ খ্রিঃপর্যন্ত।

। আপার শীলা নদী উপ-প্রকল্প:

প্রকল্পটি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় অবস্থিত। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ৬৭৭০ হেক্টর এলাকার বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন। প্রকল্প বাস্তবায়ন কাল ১৯৮৬ হতে ১৯৯৪ খ্রিঃ পর্যন্ত।

। কোনাপাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ প্রকল্প:

প্রকল্পটি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় অবস্থিত। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কংশ নদীর বন্যা হতে ৩১১৬ হেক্টর এলাকার ফসলাদী রক্ষা করা। প্রকল্প বাস্তবায়ন কাল ১৯৮২ হতে ১৯৮৪ খ্রিঃ পর্যন্ত।

। বানিয়ার খাল উপ-প্রকল্প :

প্রকল্পটি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ১৫৪২ হেক্টর এলাকার বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন। প্রকল্প বাস্তবায়ন কাল ১৯৯০ হতে ১৯৯১ খ্রিঃ পর্যন্ত।

। সুক্তাজুরী পাইলট প্রকল্প :

প্রকল্পটি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় অবস্থিত। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো নীট ২৯৫০ হেক্টর এলাকার বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন। প্রকল্প বাস্তবায়নকাল ১৯৮৬ হতে ১৯৯২ খ্রিঃ পর্যন্ত।

। উজানপাড়া-কোমরভাঙ্গা উপ-প্রকল্প :

প্রকল্পটি ময়মনসিংহ জেলার নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলায় অবস্থিত। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো গ্রস ১৫৫৬ হেক্টর এলাকার বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন। প্রকল্পের আওতায় ১টি রেগুলেটর (৩-ভেন্ট), বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও অন্যান্য প্রয়োজনীয় কাঠামো নির্মাণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কাল ১৯৯০ হতে ১৯৯২ খ্রিঃ পর্যন্ত।

। শম্ভূগঞ্জ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ প্রকল্প :

প্রকল্পটি ময়মনসিংহ জেলার সদর উপজেলায় অবস্থিত। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ময়মনসিংহ শহরের পার্শ্ব দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের বাম তীরে গ্রস ৬৭৭০ হেক্টর এলাকার বন্যা নিয়ন্ত্রণ। প্রকল্পের আওতায় ৫.০২৫ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণ করা হয়েছে। প্রকল্প     বাস্তবায়ন কাল ১৯৭৭ হতে ১৯৭৮ খ্রিঃ পর্যন্ত।

। দুবলাকুড়ি কাটাখাল উপ-প্রকল্প :

প্রকল্পটি ময়মনসিংহ জেলার সদর উপজেলায় অবস্থিত। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো গ্রস ১১১৪১ হেক্টর এলাকার বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন। প্রকল্পের আওতায় ৩টি ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার ও ৮ কিঃমিঃ খাল পুনঃ খনন করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কাল ১৯৭৯ হতে ১৯৮৫ খ্রিঃ পর্যন্ত।

। লাইথী নদী উপ-প্রকল্প :

প্রকল্পটি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় অবস্থিত। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো গ্রস ২০০০ হেক্টর এলাকার বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন। প্রকল্পের আওতায় ১টি রেগুলেটর (৬-ভেন্ট), ১টি ওয়াটার রিটেনশন স্ট্রাকচার (৬-ভেন্ট) ও ১১.৯০ কিঃমিঃ নদী পুনঃ খনন কাজ বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কাল ১৯৮৯ হতে ১৯৯০ খ্রিঃ পর্যন্ত।

 

ক্ষিরু নদী উপ-প্রকল্প :

প্রকল্পটি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় অবস্থিত। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ৩০৪০ হেক্টর এলাকার বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন। প্রকল্পের আওতায় ৩টি রেগুলেটর ও ১২.০০ কিঃমিঃ খাল পুনঃ খনন কাজ বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কাল ১৯৮৮ হতে ১৯৯২ খ্রিঃ পর্যন্ত।

১২। বোকাবিল নদী উপ-প্রকল্প :

প্রকল্পটি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় অবস্থিত। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো গ্রস ১৮৯৩ হেক্টর এলাকার বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন। প্রকল্পের আওতায় ১টি রেগুলেটর (৪-ভেন্ট), ৫.৯৩ কিঃমিঃ বাঁধ নির্মাণ ও ০.৬০ কিঃমিঃ খাল পুনঃ খনন কাজ বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কাল ১৯৯৪ হতে ১৯৯৫ খ্রিঃ পর্যন্ত।

১৩। উত্তর ময়মনসিংহ গভীর নলকূপ প্রকল্প :

প্রকল্পটি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় অবস্থিত। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো গ্রস ২৪০ হেক্টর এলাকায় সেচ প্রদান। প্রকল্পের আওতায় ২টি গভীর নলকূপ ও ১০১০ মিঃ ড্রেন নির্মাণ করা হয়। প্রকল্পের বাস্তবায়ন কাল ১৯৬৯ খ্রিঃ।

১৪। গ্যারামারা স্লুইস প্রকল্প :

প্রকল্পটি ময়মনসিংহ জেলার সদর উপজেলায় অবস্থিত। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ৮১৩ হেক্টর এলাকার বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন। প্রকল্পের আওতায় ১টি স্লুইস(২-ভেন্ট) ও    ৬ কিঃমিঃ খাল পুনঃ খনন করা হয়। প্রকল্প বাস্তবায়ন কাল ১৯৫৭ হতে ১৯৫৯ খ্রিঃ পর্যন্ত।

১৫। ময়মনসিংহ শহর সংরক্ষণ প্রকল্প :

প্রকল্পটি ময়মনসিংহ জেলার ময়মনসিংহ পৌরসভায় অবস্থিত। ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন হতে শহরকে সংরক্ষণের জন্য এই প্রকল্প বাস্তবায়িত হয়। প্রকল্পের আওতায় ৪৭০ মিঃ নদীর তীর সংরক্ষণ কাজ ও ৫ টি অস্থায়ী স্পার নির্মাণ করা হয়। প্রকল্প বাস্তবায়ন কাল ১৯৯৮ হতে ২০০০ খ্রিঃ পর্যন্ত।

১৬। ময়মনসিংহ শহর ও নদী তীর সংরক্ষণ প্রকল্প (সংশোধিত):

পুরাতন ব্রহ্মপুত্র নদের বাম ও ডান তীরের অব্যাহত ভাঙ্গন হতে সংলগ্ন এলাকা রক্ষাকল্পে ময়মনসিংহ শহর সংরক্ষণ প্রকল্পটি বাস্তবায়নের জন্য গৃহীত হয়। প্রকল্পের আওতায় ২৩.৭৫ কিঃমিঃ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, ২৩৮০ মিঃ প্রতিরক্ষা কাজ, ২টি ক্রস ড্যাম, ৩টি রেগুলেটর, ৮ কিঃমিঃ খাল পুনঃ খনন কাজ বাস্তবায়ন করা হয়। প্রকল্প     বাস্তবায়ন কাল ২০০০ হতে ২০০৬ খ্রিঃ পর্যন্ত।

১৭। গোয়াতলা বাজার সংরক্ষণ প্রকল্প :

প্রকল্পটি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলায় অবস্থিত। প্রকল্পের আওতায় ২১৪ মিঃ নদীর তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কাল ২০০০ হতে ২০০৪ খ্রিঃ পর্যন্ত।

। সাকুয়াই বাজার সংরক্ষণ প্রকল্প :

প্রকল্পটি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় অবস্থিত। প্রকল্পের আওতায় ২০০ মিঃ নদীর তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কাল ২০০০ হতে ২০০৪ খ্রিঃ পর্যন্ত।

 

১৯। ঘোষগাঁও বিওপি ও বাজার সংরক্ষণ প্রকল্প :

প্রকল্পটি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলায় অবস্থিত। প্রকল্পের আওতায় ৫১০ মিঃ (বিওপি=১৯০ মিঃ ও বাজার = ৩২০ মিঃ) নদীর তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কাল ২০০০ হতে ২০০৩ খ্রিঃ পর্যন্ত।

খ। চলমান কার্যক্রম :   

। সেকেন্ডারী টাউন্স ইন্টিগ্রেটেড ফ্লাড প্রটেকশন প্রজেক্ট (STIFPP-II), ময়মনসিংহটাউন:

প্রকল্পটি ব্রহ্মপুত্র নদের ডানতীরে ময়মনসিংহ পৌর এলাকায় অবস্থিত। প্রকল্পেরমূল উদ্দেশ্য হলো শহরের নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, শহরকে বন্যা মুক্ত করণ, শহর সংরক্ষণ ও দারিদ্র দূরীকরণ সহ বসবাস উপযোগী পরিবেশ নিশ্চিত করণ। প্রকল্পের আওতায় নদীর তীর সংরক্ষণ কাজ, ড্রেন নির্মাণ, খাল পুনঃ খনন প্রভৃতি কাজ বাস্তবায়ন করা হচ্ছে। ব্রহ্মপুত্র নদের ডান তীর প্রতিরক্ষা কাজ ৬.২০০ কিঃমিঃ সহ ১৬০ মিটার রেম্প নির্মাণ ও ০.৭৪০ কিমি দৈর্ঘ্য অ্যাকুয়া খালের উভয় পাড়ে প্রটেকটিভ কাজ।

২। পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প (WMIP)

উক্ত প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে ময়মনসিংহ জেলার ৪টি উপজেলায় ( ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, ত্রিশাল ও ভালুকা) ৪ টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। উক্ত ৪টি প্রকল্পের আওতায় ৩৭.৮ কিঃমিঃ খাল পুনঃখনন এবং ৯টি পানি নিয়ন্ত্রণ অবকাঠামোর মেরামত অন্তর্ভূক্ত আছে। প্রকল্পের বাস্তব কাজ চলমান।

৩। অনুন্নয়ন রাজস্ব খাত :

চলতি অর্থ বছরে (২০১২-১৩) ৮টি সমাপ্ত প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামত ও পুনরাকৃতিকরণ, রেগুলেটর মেরামত করণসহ বিভিন্ন ধরণের রক্ষণাবেক্ষণ কাজ বাস্তবয়নের নিমিত্তে দরপত্র আহবান করা হয়েছে।

গ। প্রস্তাবিত কার্যক্রম :

ক্রঃনং

প্রকল্পের নাম

প্রকল্পের অবস্থান

প্রকল্পের ধরণ

প্রকল্পের বর্তমান অবস্থা

১।

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত গফরগাঁও উপজেলাধীন চরআলগী ইুনিয়নের চারপাশে বেড়ীবাঁধ নির্মাণ প্রকল্প।

গফরগাঁও

বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ

ডিপিপি প্রণয়নের কাজ চলছে।

২।

পুরাতন ব্রহ্মপুত্র নদের ডান তীরে ভাংগন রোধে নদীতীর সংরক্ষণ প্রকল্প।

ত্রিশার ও গফরগাঁও

নদী তীর সংরক্ষণ

-ঐ-

৩।

পুরাতন ব্রহ্মপুত্র নদের বাম তীরে ভাংগন রোধে নদীতীর সংরক্ষণ প্রকল্প।

গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ

নদী তীর সংরক্ষণ

-ঐ-

 

ক্রঃনং

প্রকল্পের নাম

প্রকল্পের অবস্থান

প্রকল্পের ধরণ

প্রকল্পের বর্তমান অবস্থা

৪।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ময়মনসিংহ জেলার সদর উপজেলাধীন পুরাতন ব্রহ্মপুত্র নদের ডান তীরে ভাংগন রোধে তীর সংরক্ষণপ্রকল্প।

ময়মনসিংহ সদর

নদী তীর সংরক্ষণ

প্রকল্প প্রস্তাবনা পেশ করা হয়েছে।

৫।

সুতীয়ানদীর ভাংগন থেকে মোহাম্মদপুর গ্রাম রক্ষায় তীর সংরক্ষণ কাজ এবং বিরুনিয়া ও রাজৈ ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রকল্প।

ভালুকা্

নদী তীর সংরক্ষণ

-ঐ-

৬।

নিতাইনদীর ভাংগন থেকে ভালুকাপাড়া দিলীপ দিব্রার বাড়ী হতে রায়পুর হাসেম আলীর বাড়ী পর্যন্ত নিতাই নদীর ডানতীর সংরক্সণ প্রকল্প।

ধোবাউড়া

নদী তীর সংরক্ষণ

-ঐ-

৭।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ময়মনসিংহ জেলার অন্তর্গত ধোবাউড়া উপজেলার ভালুকাপাড়ার দিলীপ দিব্রার বাড়ী ও রায়পুরের হাসেম আলীর বাড়ীর মধ্যবর্তী স্থানে (১.০০ কিঃমিঃ) নিতাই নদীর ডানতীরে নদীতীর সংরক্ষণ প্রকল্প।  

হালুয়াঘাট

বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ

-ঐ-

৮।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার অন্তর্গত ১০ নং ধুরাইল ইউনিয়নের দক্ষিণ পার্শ্বে ইছামতি নদীর উত্তর পাড়ে বাঁধ নির্মাণ প্রকল্প।  

হালুয়াঘাট

বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ

-ঐ-

৯।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা সদর এর অন্তর্গত ব্রহ্মপুত্র নদের ডানতীরে বিশ্বরোড ফেরীঘাট হতে পৌরসভার শেষ সীমানা পর্যন্ত (৫০০ মিঃ) এবং গফরগাঁও থানা কলেজ ঘাট হতে তেতুলিয়া পর্যন্ত (১২০০ মিঃ)  সর্বমোট ১.৭০০ কিঃমিঃ  এলাকাকে ব্রহ্মপুত্র নদের ভাংগন থেকে রক্ষায় নদী তীর সংরক্ষণ প্রকল্প।

গফরগাঁও

নদী তীর সংরক্ষণ

-ঐ-

১০।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলা সদরের চান্দের বাজার, বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, পৌর শ্মশানঘাট ও প্রস্তাবিত পৌরসভাসহ তৎসংলগ্ন এলাকা আখালিয়া নদীর ভাংগন থেকে রক্ষাকল্পে প্রতিরক্ষা প্রকল্প।

ফুলবাড়ীয়া

নদী তীর সংরক্ষণ

-ঐ-

৪. বিগত তিন বছরের কার্যক্রম :

১।সেকেন্ডারী টাউনস ইন্টিগ্রেটেড ফ্লাড প্রটেকশন প্রজেক্ট (STIFPP-II):

২০০৯-১০ অর্থ বছরে ব্রহ্মপুত্র নদের ডান তীর প্রতিরক্ষা কাজ ৩টি প্যাকেজে মোট ১৮০০ মিটার দৈর্ঘ্যে  তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হয়েছে। ২০১০-১১ অর্থ বছরে শহরের কালীবাড়ী ঘাট এলাকায় ১ টি র‌্যাম্প নির্মাণ, আকুয়া খাল পুনঃখনন ও সংরক্ষণ কাজ এবং দাইতাল খালের পুনঃখনন কাজ বাস্তবায়ন করা হয়েছে। ২০১১-১২ অর্থ বছরে ময়মনসিংহ শহরের পুলিশ লাইন হতে খাগডহর পর্যন্ত ৪.০৪ কিঃমিঃ দৈর্ঘ্যে তীর সংরক্ষণ কাজ  বাস্তবায়ন শেষ পর্যায়ে রয়েছে।

 

। নদীর সংরক্ষণ ও উন্নয়ন এবং শহর সংরক্ষণ প্রকল্প(৪র্থ পর্যায়)

পূরাতন ব্রহ্মপুত্র নদের ভাংগন হতে দত্তের বাজার এলাকা প্রতিরক্ষা কাজবাস্তবায়ন।কাজের দৈর্ঘ্য ২১০মিটার।

অনুন্নয়ন রাজস্ব খাত :

অফিস ও বিভিন্ন আবাসিক ভবনের মেরামত কাজ সম্পন্নকরণ এবং সমাপ্ত প্রকল্পসমূহের মেরামত ওরক্ষণাবেক্ষণ কাজ বাস্তবায়ন।