Wellcome to National Portal
Main Comtent Skiped

Future Plans

ভবিষ্যত পরিকল্পনা

 

  1. ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী খাল, জলাশয় পুনঃখনন প্রকল্প (২য় পর্যায়)। ২ পর্যায়ে পুনঃখননের জন্য প্রতি উপজেলা হতে কমপক্ষে ৫ টি করে মোট ৭৪ টি ছোট নদী/খাল পুনঃখননের জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে। পর্যায়ক্রমে ময়মনসিংহ জেলার সকল ছোট নদী. খাল, জলাশঢ পুনঃখনন কাজ বাস্তবায়ন করা হবে। 
  2. ময়মনসিংহ জেলার অভ্যন্তরস্থ ব্রক্ষপুত্র নদের বাম ও ডান তীরের ভাঙ্গন কবলিত বিভিন্ন স্থানসমূহ রক্ষার্থে নদী তীর সংরক্ষণ কাজ।
  3. ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজলায় আয়মান নদী পুনঃখনন প্রকল্প।
  4. বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন।